এসআই নিয়োগ ২০২৫: ফলাফল প্রকাশ
বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) নিয়োগ-২০২৫ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি আফরিদা রুবাই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

ই নিয়োগ পরীক্ষায় লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মোট ৫৯৯ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মেধাক্রমে ৫৬৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩০ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ২ জন এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ জন নির্বাচিত হয়েছেন।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
নিয়োগের সবশেষ আপডেট পেতে নিয়মিত বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।