Home » নীলফামারীতে ০১ জন অনলাইন জুয়াড়ী/ক্যাসিনো ও প্রতারক গ্রেফতার

নীলফামারীতে ০১ জন অনলাইন জুয়াড়ী/ক্যাসিনো ও প্রতারক গ্রেফতার

নীলফামারীতে অনলাইন জুয়াড়ী গ্রেফতার

নীলফামারীতে অনলাইন জুয়া বন্ধের লক্ষ্যে অভিযান পরিচালনা শুরু হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার নীলফামারী জনাব এ.এফ.এম তারিক হোসেন খাঁন মহোদয়ের দিক নির্দেশনা ও ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে ০১ টি চৌকস টিম জলঢাকা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আসামী ১। মিঠু চন্দ্র রায় (২৭), পিতা-দিনেশ চন্দ্র রায়, সাং-দক্ষিণ চেরেঙ্গা, পৌরসভা ০৮নং ওয়ার্ড, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী এর হেফাজত হতে বিভিন্ন অপারেটরের ১১২ টি সিম, ০২ টি অ্যান্ড্রয়েড ফোন, ০১ টি বাটন ফোন, ০১ টি পেনড্রাইভ এবং ০১ টি হেড ফোনসহ জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন পিন নম্বর জব্দ করা হয়।

জানা যায় বর্তমানে নীলফামারীতে অনলাইন জুয়ার কার্যক্রম ব্যপক বৃদ্ধি পেয়েছে। এর পেছনে একটি চক্র কাজ করছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত আসামী জব্দকৃত সিম এর সাহায্যে বিভিন্ন এ্যাপস এর মাধ্যমে তার সহযোগী আসামীদের সহায়তায় সহজ-সরল মানুষের নিকট হতে প্রতারনার মাধ্যমে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ প্রভৃতি) এর মাধ্যমে টাকা গ্রহণ করে উক্ত টাকা দিয়ে অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় অনলাইনে জুয়া খেলে থাকে।

অনলাইনে জুয়া/ক্যাসিনো ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতকারী চক্রের অন্যান্য সদস্যকে গ্রেফতারের লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে।

পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জলঢাকা থানায় পেনাল কোড ৪০৬/৪২০/৩৪ তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ৩১/৩২/৩৩ ধারা মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

তথ্যসূত্র: এ.বি.এম. ফয়জুল ইসলাম

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)

ফোকাল পয়েন্ট, মিডিয়া জেলা পুলিশ, নীলফামারী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *