Police News BD একটি অনলাইন নিউজ পোর্টাল।
Police news bd বাংলাদেশ পুলিশের সকল ধরনের খবর যেমন- পুলিশের পোস্টিং, পদোন্নতি, বদলী সম্পর্কিত খবর, সরকারী চাকুরির খবর, পুলিশ চাকরির সার্কুলার, নিয়োগ প্রক্রিয়া, সারাদেশের বিভিন্ন অপরাধ সম্পর্কিত খবর, খেলার খবর ইত্যাদি আপডেট খবর প্রচারই আমাদের মুল লক্ষ্য।
বাংলাদেশ পুলিশের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ২০১৬ সালের অক্টোবরে চালু করা হয় ‘বিডি পুলিশ হেল্পলাইন’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে কোনো অভিযোগ করা হলে, তা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট থানা থেকে শুরু করে পুলিশ হেডকোয়ার্টার্স পর্যন্ত পৌঁছে যায়।
(৯৯৯ টোল ফ্রী নাম্বার । নারী ও শিশু নির্যাতন নাম্বার ১০৯)।