সিলেটে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং ও দৃঢ় ব্যাটিংয়ের সমন্বয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে সফরকারী নিউজিল্যান্ড। মাত্র ৭ ওভারেই তাদের চার ব্যাটসম্যান ফিরে যান রান না করেই।
পেস আক্রমণের শুরুর ধাক্কা সামলাতে পারেনি নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ। খালেদ আহমেদ এক ওভারেই টানা দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন, শরিফুল ইসলামও তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
সফরকারীদের ইনিংসে রানের মুখ দেখেন মূলত দুই ব্যাটসম্যান—ডিন ফক্সক্রপট ও রাইউস মারিউ। মারিউ ৫১ বলে ৪২ রান করেন, আর ফক্সক্রপট ৬৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রানের ঝলমলে ইনিংস খেলেন।
তবু তা দলের বড় স্কোরের জন্য যথেষ্ট ছিল না। ইনিংসের বাকিদের ব্যর্থতায় ৮৫ রানেই ৯ উইকেট হারিয়ে বসে কিউইরা। শেষদিকে ফক্সক্রপটের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড ‘এ’ দল ১৪৭ রানে পৌঁছায়।
বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ও তানভীর ইসলাম তিনটি করে উইকেট নেন। শরিফুল ইসলাম দুটি এবং এবাদত হোসেনও তুলে নেন দুটি উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে বাংলাদেশ। চার ওভারেই ৩০ রান তোলে তারা।
তবে ইনিংসের পঞ্চম ওভারে ২০ বলে ১৮ রান করে আউট হন ওপেনার নাঈম শেখ। অন্য ওপেনার পারভেজ হোসেনও খেলেন ঝোড়ো ইনিংস—১২ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন।
এরপর মাহিদুল ইসলাম ও এনামুল হক বিজয় দৃঢ়তায় এগিয়ে নেন দলকে। তাঁরা কোনো বিপর্যয় ছাড়াই দলকে জয় এনে দেন। ম্যাচটি শেষ হয় ৭ উইকেট ও অনেক ওভার হাতে রেখেই।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।