ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া, ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা
(Driving license bd)ড্রাইভিং লাইসেন্স:
ড্রাইভিং লাইসেন্স একজন চালক হিসেবে আপনার বৈধতা নিশ্চিতসহ রাস্তার সুরক্ষা এবং নিয়ম-নীতি মেনে চলার জন্যও অপরিহার্য। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া এখন আরো সহজ ও ডিজিটালাইজড হয়েছে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পূর্বশর্ত হলো শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স করা যাকে লার্নার বলে।
ড্রাইভিং লাইসেন্স(driving license bd) পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত:
১। শিক্ষাগত যোগ্যতা: ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাশ হতে হবে।
২। বয়স সীমা: অপেশাদার লাইসেন্স এর জন্য ন্যূনতম ১৮ বছর এবং পেশাদার লাইসেন্স- এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে ।
৩। শারীরিক ও মানসিক সক্ষমতা: আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে । এ সংক্রান্তে মেডিকেল সনদ লাগবে।
ড্রাইভিং লাইসেন্সের(driving license bd) আবেদন প্রক্রিয়া ২০২৫: সহজ, দ্রুত পদ্ধতি
১. লার্নার (শিক্ষানবিশ) লাইসেন্সের জন্য আবেদন:
আবেদনকারীকে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স(driving licence bd)- এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে (bsp. brta. gov. bd)– ওয়েবসাইটে আবেদন করতে হবে । আবেদন করতে brta ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র আপলোড করতে হবে।
আবেদনটি সাবমিট করার পর অনলাইন থেকে একটি লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে এবং আবেদনকারী সাথে সাথেই অনলাইন থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে নিতে পারবেন । এরপর পরবর্তী দুই তিন মাস নিজস্ব খরচে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের পর আবেদনকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে । এসময় আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র, এনআইডি, তার প্রিন্ট করা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স( মূল কপি) এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে ।
ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমুহঃ
১ । BRTA কর্তৃক নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন ।
২ । আবেদনকারীর ছবি (ছবির সাইজ সর্বোচ্চ ১৫০ কেবি( ৩০০ x ৩০০ পিক্সেল)), সাদা ব্যাকগ্রাউন্ড।
৩ । রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক শারীরিক ও মানসিক সুস্থতার প্রমানক মেডিকেল সার্টিফিকেট( সর্বোচ্চ ৬০০কে.বি) ।
৪ । জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি( সর্বোচ্চ ৬০০কে. বি)
৫ । ইউটিলিটি/ বিদ্যুত বিলের স্ক্যান কপি( সর্বোচ্চ ৬০০কে. বি) ,(আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি/বিদ্যুত বিল সংযুক্ত করতে হবে)
৬ । বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি( যদি ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/ শ্রেণী পরিবর্তন/ শ্রেণী সংযোজন/ লাইসেন্সের ধরণ পরিবর্তণের ক্ষেত্রে আবেদন করেন)( সর্বোচ্চ ৬০০কে. বি)
৭ । যদি কেউ অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
৮ । আবেদনের নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি- ৫১৮/- টাকা ও ২ ক্যাটাগরি- ৭৪৮/- টাকা অনলাইনে (বিকাশ/রকেট)পরিশোধ করতে হবে ।
লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় পাশ করার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স- এর জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে ।
পরবর্তীতে গ্রাহকের বায়োমেট্রিক্স( ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হবে । স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হয় ।
ড্রাইভিং লাইসেন্সের(driving licence bd) প্রকৃতিঃ
১। পেশাদার হালকাঃ (মোটরযানের ওজন ২৫০০কেজি- এর নিচে) এ ধরনের ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে,
২। পেশাদার মধ্যমঃ (মোটরযানের ওজন ২৫০০ থেকে ৬৫০০ কেজি)এ ধরনের ড্রাইভিং লাইসেন্সের জন্য পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হতে হবে ।
৩। পেশাদার ভারীঃ (মোটরযানের ওজন ৬৫০০ কেজির বেশী) এ ধরনের ড্রাইভিং লাইসেন্সের জন্য পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হতে হবে ।
বিঃদ্রঃ পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে প্রথমে হালকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এর ন্যূনতম তিন(০৩) বছর পর তিনি পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্স- এর জন্য আবেদন করতে পারবেন এবং পেশাদর মধ্যম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে তিন(০৩) বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্স- এর জন্য আবেদন করতে পারবেন ।)
ড্রাইভিং লাইসেন্স(driving license bd) নবায়ন প্রক্রিয়াঃ
ক) অপেশাদার ড্রাইভিং লাইসেন্সঃ
আবেদনকারীকে বিআরটিএ (BRTA) নির্ধারিত আবেদন ফি (লাইসেন্সের মেয়াদ শেষের ১৫ দিনের মধ্যে হলে ৪,২১২ টাকা ও মেয়াদ শেষের ১৫ দিন পরে হলে প্রতি বছর টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএ (BRTA)এর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে । আবেদনপত্র ও কাগজপত্র সঠিক পাওয়া গেলে কর্তৃপক্ষ ঐদিনে আবেদনকারীর বায়োমেট্রিক্স (ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করবে । সকল কার্যক্রম শেষে স্মার্ট কার্ড প্রিন্টিং হলে কর্তৃপক্ষ আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে ।
খ) পেশাদার ড্রাইভিং লাইসেন্সঃ
পেশাদার ড্রাইভিং(driving licence bd) লাইসেন্সধারীকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে । গ্রাহকের বায়োমেট্রিক্স( ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হয় । স্মার্ট কার্ড wপ্রন্টিং- এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয় ।
কাগজপত্রঃ
১ । BRTA নির্ধারিত ফরমে আবেদন;
২ । রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট যা সুস্থতার প্রমানক ( পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য);
৩ । জাতীয় পরিচয়পত্র- এর সত্যায়িত ফটোকপি;
৪ । নির্ধারিত ফি জমাদানের রশিদের বিআরটিএ কপি;
৫ । আবেদনকারীর সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি
এরকম গুরুত্বপূর্ন তথ্য পেতে এখানে ক্লিক করুন….