Home » এমপিওভূক্ত শিক্ষকদের বাড়িভাড়া ২০০০টাকা করল অর্থ মন্ত্রণালয়

এমপিওভূক্ত শিক্ষকদের বাড়িভাড়া ২০০০টাকা করল অর্থ মন্ত্রণালয়

এমপিও অর্থ মন্ত্রণালয়
এমপিও অর্থ মন্ত্রণালয়

আন্দোলনের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়াল অর্থ মন্ত্রণালয়। আজ ১৯ অক্টোবর (রবিবার) অর্থ মন্ত্রণালয়ের একটি অফিস আদেশে বলা হয়, ‘বর্তমান সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা সর্বনিম্ন ২ হাজার (মূল বেতনের ৫ শতাংশ হারে) প্রদান করা হলো।’

এ আদেশে আরও বলা হয়, সকল ভাতা প্রদানের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান মানতে হবে এবং অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ভাতা পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন। বর্তমান আন্দোলন চলাকালে তা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এরপরেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিল।

এমপিওভুক্ত শিক্ষকেরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২৫ শতাংশ হারে বছরে দুটি উৎসব ভাতা পেতেন। বর্তমান অন্তবর্তীকালীন সরকার গত মে মাসে বাড়ানোর পর তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।

আজ রবিবার বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশের পরেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি

তিনি বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মাঝে বাড়িভাড়া ভাতা ৫% বৃদ্ধি করা আমাদের প্রথম বিজয়। আমাদের দাবি পুরন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আজ দুপুর ১২টায় থালা বাটি নিয়ে ব্যাতিক্রমধর্মী মিছিল করার কথা জানিয়েছে আন্দোলনকারীরা। কিন্তু বিএনপির মির্জা ফকরুলের সাথে বৈঠক থাকায় তা বেলা ৩টায় হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর দাবি অনেকটাই ন্যায্য: উপ প্রেস সচিব বলেন, সরকার পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেও বলেছে ন্যূনতম বাড়ি ভাড়া বৃদ্ধি হবে ২,০০০টাকা। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে তারা কিছু করতে পারবেন না। এছাড়াও বর্তমান সরকার জাতীয় বেতন স্কেল ২০২৫ নিয়ে কাজ করছে। ৯ম জাতীয় পে স্কেল হলে সকলের বেতন ভাতা বৃদ্ধি পাবে।

গুরুত্বপূর্ন আপডেট পেতে আমাদের সাথেই থাকুুন। আপডেট পেতে এখানে ক্লিক করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *