
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, এই ঈদ থেকেই বাড়ছে
বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের জন্য মূল বেতনের ৫০% উৎসব বোনাস বাড়ানোর প্রস্তাবে রাজি হয়েছে অর্থ মন্ত্রণালয়। দ্রুত কার্যকরের জন্য এসংক্রান্তে চিঠিও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই ঈদুল আজহাতে ৫০% হারে উৎসব বোনাস পাবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব গত ১৪ মে সই করা চিঠিতে এ সম্মতির কথা জানিয়েছেন।
সই করা চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর নিকট পাঠানো হয়েছে।
ওই সই করা চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেট হতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা বাবদ সহায়তা প্রদানের জন্য ২২৯ কোটি টাকা অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।”
তবে এতে উল্লেখিত শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের সকল আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার অনুসরণ করতে হবে। এ অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয় করে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে।
এর আগে থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা পেতেন ৫০% হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক-কর্মচারীরা উভয়েই মূল বেতনের ৫০% হারে বোনাস পাবেন।