police job circular 2025 । Police ASI job circular
পদের নাম: সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই)/ Police ASI ।
পদসংখ্যা: ৮০০০ (আট হাজার)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম HSC (এইচএসসি) পাশ। কম্পিউটার, সাতার ও ড্রাইভিং দক্ষতাসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ১৪তম গ্রেড এ হয়। এ গ্রেড অনুযায়ী বেসিক বেতন- ১০২০০/= টাকা।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে।
শারীরিক যোগ্যতা: প্রার্থীদের ক্ষেত্রে পুরুষের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
বুকের মাপ ও দৃষ্টিশক্তি: বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। আর বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের ৬/৬ হতে হবে।
প্রার্থী বাছাই প্রক্রিয়া: বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই)/ Police ASI নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট আটটি ধাপে। ধাপসমুহ হলো: প্রিলিমিনারি স্ক্রিনিং(এসএসসি ও এইচএসসি রেজাল্ট অনুযায়ী), শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার-দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন।
আবেদন পদ্ধতি: আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।
পুলিশের সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে..
Police ASI /পুলিশে এএসআই কি? এর র্যাংক কত?
বাংলাদেশ পুলিশে এএসআই হলো সহকারী উপ-পুলিশ পরিদর্শক পদ। পূর্বে কনস্টেবল ও নায়েক থেকে এ পদে পদোন্নতি দেওয়া হতো। এ পদের র্যাংক ব্যাজ হলো এক স্টার।
Police ASI /পুলিশে এএসআই এর বেতন স্কেল কত?
পুলিশে এএসআই এর বেতন ১৪তম গ্রেড এ হয়। এ গ্রেড অনুযায়ী বেসিক বেতন- ১০২০০/= টাকা। সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পদমর্যাদার একজন পুলিশ সদস্য সর্বসাকুল্যে বেতন পান ২২ হাজার ৪২০ টাকা। বেসিক বেতন ১০ হাজার ২০০ টাকা এর সাথে বাড়িভাড়া বাবদ পান= ৬ হাজার ১২০ টাকা, চিকিৎসাভাতা বাবদ পান= ১ হাজার ৫০০ টাকা, শিক্ষাভাতা বাবদ পান= ১ হাজার টাকা, বিশেষ ভাতা পন= ১ হাজার টাকা, ঝুঁকিভাতা বাবদ পান= ১ হাজার ৮০০ টাকা, যাতায়াতভাতা বাবদ পান= ৩০০ টাকা, টিফিনভাতা বাবদ পান= ২০০ টাকা এবং কাপড় ধোলাইভাতা বাবদ পান= ৩০০ টাকা।
পুলিশে এএসআই এর কাজ কি?
এএসআই থানার গুরুত্ববহ জরুরি পিকেট/ মোবাইল টহল,পরীক্ষা,মিটিং মিছিল,সমাবেশ ডিউটিসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিট পুলিশিং,গোয়েন্দা তথ্য সংগ্রহ,রাজনৈতিক তথ্য,সভা সমাবেশের যাবতীয় তথ্য উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট প্রদান করে উত্তম পুলিশিং কাজে অভাবনীয় সাফল্যের অধিকারী হয় যা একটি জেলা/ মেট্রোর জনশৃঙ্খলা রক্ষায় গুরুতবহ ভুমিকা পালন করে। এককথায় থানায় এএসআই এর দায়িত্বে পরিধি যেমন ব্যাপক তেমনি তাহার ওপর নির্ভরযোগ্যতা সর্বজন স্বীকৃত।
এএসআই পদে নিয়োগের যোগ্যতা কত?
পুলিশে এএসআই পদে নিয়োগ ন্যূনতম HSC জিপিএ ৩.৫০ হতে হবে। তাদেরকে ৬ মাসের প্রশিক্ষণের স্থলে ন্যূনতম শিক্ষানবীশ পিরিয়ড সহ ১ বছর ।
For Police job circular 2025: click here
বিস্তারিতঃ
মোট ৮ হাজার নতুন জনবল নিয়োগে বাংলাদেশ পুলিশে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পদে নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর। এই এএসআই নিয়োগের ক্ষেত্রে ৫০%পদ সরাসরি এবং বাকি ৫০%পদ পদোন্নতির মাধ্যমে পূরণের প্রস্তাব করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) জনাব মো. আবুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
সেই লক্ষ্যে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৫০% পদোন্নতির জন্য বিশেষ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান এবং পরীক্ষা সংক্রান্ত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এই প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এটি হবে সাম্প্রতিক সময়ে পুলিশের সবচেয়ে বড় নিয়োগ উদ্যোগগুলোর একটি, যা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।