Home » বাংলাদেশ পুলিশের সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৫

বাংলাদেশ পুলিশের সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৫

বাংলাদেশ পুলিশঃ বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা বাহিনী হচ্ছে পুলিশ। গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হতে হলে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এক্ষেত্রে বিভিন্ন ধাপে মেধার পরীক্ষা দিতে হয়। বাংলাদেশ পুলিশে কনস্টেবল, এসআই, সার্জেন্ট, বিসিএস পুলিশ নিয়োগ দেওয়া হয়। নিম্নে বাংলাদেশ পুলিশের নিয়োগ পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন দেওয়া হলো। আমাদের পোষ্টটি পছন্দ হলে শেয়ার করবেন।

POLICE এর পূর্ণরূপ কী?

 ১। POLICE এর পূর্ণরূপ কী?
উত্তর:- P for=Polite, 0 for=Obedient, L for=Loyal, I for=Intelligent, C for=Courageous, E for=efficient.

২। Police’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর:-পর্তুগিজ ভাষা।

৩। বাংলাদেশ পুলিশের মূলনীতি কী?
উত্তর:- শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি।

৪। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায়?
উত্তর:-ঢাকার গুলিস্তানে।

৫। বাংলাদেশ পুলিশের মনো গ্রাম কী ?
উত্তর:-একপাশে ধানের শীষ, একপাশে গমের শীষবেষ্টিত এবং উপরে শাপলা।

৬। বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর:- স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৭। বাংলাদেশ পুলিশ প্রধানের পদবী কী?
উত্তর:- আইজিপি (ইনসপেক্টর জেনারেল অব পুলিশ)

৮। বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন?
উত্তর:- এম এ খালেদ।

৯। পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি’র পদ মর্যাদা কি?
উত্তর:-সিনিয়র সচিব পদ মর্যাদা।

১০। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর:- রাজারবাগ, ঢাকা।

১১। বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক হচ্ছেন বাহারুল আলম

১২। বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপোলের সদস্য হয়?
উত্তর:-১৯৭৬ সালে।

১৩। বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চল কয়টি ও কী কী?
উত্তর:- ৪টি, রেঞ্জ, জেলা, সার্কেল ও থানা।

১৪। বাংলাদেশে মহিলা পুলিশ নিয়ােগ কবে থেকে চালু হয়?
উত্তর:-১৯৭৪ সাল থেকে।

বাংলাদেশ পুলিশ সম্পর্কে সাধারণ জ্ঞান

১৫। বাংলাদেশ পুলিশ কবে প্রথম জাতিসংঘের শান্তি মিশনে অংশ নেয়?
উত্তর:-১৯৮৯ সাল।

১৬। বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমী কোথায় অবস্থিত?
উত্তর:-রাজশাহী জেলার চারঘাট থানার সারদায়।

১৭। রেল পুলিশকে সাধারণভাবে কী বলে?
উত্তর:-জিআরপি।

১৮। বাংলাদেশ কয়টি জিআরপি জেলায় বিভক্ত ও কী কী?
উত্তর:-৩ টি। যথা: চট্টগ্রাম -সৈয়দপুর এবং নবাগত ঢাকা।

১৯. বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-২০০০ সালে, ঢাকার মিরপুরে।

২০। উপমহাদেশে কার শাসনামলে সারদা পুলিশ একাডেমী চালু হয়?
উত্তর:-লর্ড হার্ডিঞ্জ।

২১। পুলিশ বাহিনীর কী কী পুরষ্কার রয়েছে?
উত্তর:-বীরত্ব পুরস্কার ও জিএস মার্ক।

২২. বীরত্বপূর্ণ পুরস্কার কয়টি ও কী কী ?
উত্তর:-৩ টি।যথা: বাংলাদেশ পুলিশ মেডেল(বিপিএম), প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম) ও আইজি বেস্ট মেডেল।

২৩। সারদা পুলিশ একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:-১৯১২ সালে।

২৪। সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:-পদ্মা।

২৫। সারদা পুলিশ একাডেমীর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর:-মেজর চেসলি।

২৬। সারদা পুলিশ একাডেমীর প্রথম দেশী অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর:-খান বাহাদুর এস এ খান।

কনস্টেবল নিয়োগের সাধারণ জ্ঞান

২৭। পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণের জন্য কয়টি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল আছে?
উত্তর:-৪ টি (খুলনা, রংপুর, নোয়াখালী ও টাঙ্গাইল)।

২৮। বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কী?
উত্তর:-ডিটেকটিভ।

২৯। ‘ডিটেকটিভ’ প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তর:-১৯৬০ সালে।

৩০। ঢাকা মহানগরীতে কবে মেট্রোপলিটন পুলিশ চালু হয়?
উত্তর:-১৯৮৫ সালে।

৩১। মেট্রোপলিটন পুলিশের প্রধানকে কী বলা হয়?
উত্তর:-পুলিশ কমিশনার।

৩২। বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রথম নারী প্যারেড কমান্ডারের নাম কী?
উত্তর:-এলিজা শারমিন।

৩৩। পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেয়া প্রথম নারী কে?
উত্তর:-শামসুন্নাহার (২৬ জানুয়ারি ২০১৬)।

৩৪। রাজারবাগ পুলিশ লাইনের স্মতিসৌধটি কী উদ্দেশ্য নিমিত হয়?
উত্তর:-১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাক বাহিনীর আক্রমণে নিহিত পুলিশদের স্মতি রক্ষার্থে ।

৩৫। মুক্তিযুদ্ধে ১ম সশস্ত্র প্রতিরোধ গড়ে কারা?
উত্তরঃ বাংলাদেশ পুলিশ।

৩৬। কবে থেকে বাংলাদেশ ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করা হয়?
উত্তর:-১৭ ফেব্রুয়ারি, ২০০৯।

৩৭। সোয়াট(SWAT) কী?
উত্তর:- মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ টিম।

সোয়াট(SWAT) এর পূর্ণরূপ কী?

৩৮। সোয়াট(SWAT) এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Speacial Weapon And Tactics.

৩৯। পাক-ভারত উপমহাদেশে কবে পুলিশ সার্ভিস চালু হয়?
উত্তরঃ ১৮৬১ সালে।

৪০। কার শাসনামলে বাংলাদেশে পুলিশ সার্ভিস চালু হয়?
উত্তরঃ লর্ড ক্যানিং।

৪১। পুলিশ রেঞ্জ কী?
উত্তরঃ কয়েকটি জেলা নিয়ে পুলিশ রেঞ্জ গঠিত।

৪২। পুলিশে রেঞ্জের প্রধান কে?
উত্তরঃ ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল)

৪৩। জেলা পুলিশের প্রধান কে?
উত্তরঃ এসপি (সুপারিটেনডেন্ট অব পুলিশ)

৪৪। থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কে?
উত্তরঃ অফিসার ইন চার্জ (ওসি)

৪৫। র‌্যাব এর পূর্ণরূপ কী?
উত্তরঃ র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন।

৪৬। আন্তর্জাতিক পুলিশ সংস্থা কোনটি?
উত্তরঃ Interpool

৪৭। বিডি পুলিশ হেল্পলাইন কোনটি?
উত্তরঃ ৯৯৯

৪৭। বিডি পুলিশ হেল্পলাইন কবে চালু হয়?
উত্তরঃ ২০১৬ সালের অক্টোবরে।

৪৮। নিরস্ত্র পুলিশ মানে কি?
উত্তরঃ যারা মামলা তদন্ত করতে পারে তাদের নিরস্ত্র বলে।

৪৯। সশস্ত্র পুলিশ মানে কী?
উত্তরঃ যারা আইন-শৃঙ্খলা ডিউটি করে কিন্তু মামলা তদন্ত পারে না।

৫০। নিরস্ত্র শাখার পুলিশ কারা?
উত্তরঃ কনস্টেবল, সহকারী সাব ইন্সপেক্টর (নিরস্ত্র), সাব ইন্সপেক্টর (নিরস্ত্র), ইন্সপেক্টর বা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)

৫১। সশস্ত্র শাখার পুলিশ কারা?
উত্তরঃ কনস্টেবল, নায়েক, সহকারী সাব ইন্সপেক্টর (সশস্ত্র), সাব ইন্সপেক্টর (সশস্ত্র), ইন্সপেক্টর বা পুলিশ পরিদর্শক(সশস্ত্র)

৫২। বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট জনবল কত?
উত্তরঃ২লাখ ১৩ হাজার

৫৩। পুলিশের ৩ স্তরে কত ক্যাটাগরীতে সদস্য নিয়োগ করা হয়?

সাধারণ জ্ঞান পুলিশ

বাংলাদেশ পুলিশ নিয়োগ, কনস্টেবল নিয়োগ, এএসআই নিয়োগ, এসআই নিয়োগ, সার্জেন্ট নিয়োগ, বিসিএস পুলিশ নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানুন এখানে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *