সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) হতে ৬০ জনকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র), সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) হতে ৪৫ জনকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) এবং পুলিশ সার্জেন্ট হতে ০৫ জনকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
এসআই থেকে ইন্সপেক্টর পদোন্নতির লিস্ট নিম্নে পিডিএফ আকারে দেওয়া হলো: