আইপিএলে বাজিমাত করলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। মাত্র ৩৫ বলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছেন এই তরুণ। তার বিধ্বংসী ব্যাটিংয়ে গুজরাটের দেওয়া ২১০ রানের বিশাল লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে এবং ২৫ বল বাকি থাকতে টপকে যায় রাজস্থান রয়্যালস।
রাজস্থানের হয়ে সূর্যবংশী ও জসস্বী জয়সওয়াল মিলে ৭১ বলে ১৬৬ রানের দুর্দান্ত ওপেনিং জুটি গড়ে জয়ের ভিত্তি স্থাপন করেন। সূর্যবংশী ৩৮ বলে ৭টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ১০১ রানের টর্নেডো ইনিংস খেলেন। নিতিশ রানা দ্রুত আউট হলেও (২ বলে ৪ রান), জয় নিশ্চিত করেন জয়সওয়াল ও রিয়ান পরাগ।
জয়সওয়াল ৪০ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন এবং পরাগ মাত্র ১৫ বলে হার না মানা ৩২ রানের ইনিংস খেলেন।
এ জয়ে রাজস্থান রয়্যালস ১০ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল। অন্যদিকে, গুজরাট টাইটান্স ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে।